টাঙ্গুয়ার হাওরে হাউজবোটে ভ্রমণ নিষেধাজ্ঞা।
নিউজ ডেক্স:-সুনামগন্জের টাঙ্গুয়ার হাওরে আপতত যেতে পারবেন না পর্যটকরা। হাওরের জীববৈচিত্র্য ও পরিবেশ রক্ষায় পর্যটকবাহী হাউজবোট যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। তাই এখন থেকে হাউজবোট নিয়ে টাঙ্গুয়া হাওরে যেতে পারবেন না কেউ।
রোববার (২২ জুন) জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম (রুটিন দায়িত্বরত) স্বাক্ষরিত এক আদেশে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
আদেশে বলা হয়, ‘জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশের ক্ষতি রোধকল্পে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ-টাওয়ার ও আশপাশের এলাকায় পর্যটকবাহী হাউজবোটের গমনাগমন পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত স্থগিত ঘোষণা করা হলো। একই সঙ্গে পরিবেশের জন্য ক্ষতিকারক যাবতীয় কার্যকলাপ থেকে সবাইকে বিরত থাকার নির্দেশনা দেয়া হলো।’
আদেশে আরও বলা হয়, ‘সুনামগঞ্জের সব পর্যটন স্পটে জেলা প্রশাসনের বিভিন্ন সময় জারিকৃত নির্দেশনা আবশ্যিকভাবে পালনের নির্দেশনা দেয়া হলো। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’
এর আগে, শনিবার (২১ জুন) পর্যটকদের টাঙ্গুয়া হাওর ভ্রমণে ১৩টি নির্দেশনা জারি করে সুনামগঞ্জ জেলা প্রশাসন।