নিউজ ডেক্স:-ছাতকের খিদ্রাকাপন গ্রাম জাউয়া বাজার ইউনিয়ন – ৭ জুন ২০২৫ ইং ঈদের দিনের সকালে ঈদের জামাতে অংশ নিতে গিয়ে সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের খিদ্রাকাপন গ্রামের এক পরিবার তাদের কোরবানির গরু চুরির শিকার হয়েছেন।
ভুক্তভোগী আলী সুজন জানান, ঈদের দিন সকালে পরিবারের সবাই ঈদের জামাতে অংশ নিতে স্থানীয় ঈদগাহে যান। সকাল আনুমানিক ৭:৩০ মিনিটে তারা নামাজে গেলে ঘরের পাশে বাঁধা কোরবানির গরুটি রেখে যান। কিন্তু নামাজ শেষে বাড়ি ফিরে এসে দেখতে পান, গরুটি চুরি হয়ে গেছে।
চুরি হওয়া গরুটি হালকা বাদামি রঙের ও মাঝারি আকৃতির ছিল, যার দাম ৯৫ হাজার টাকা। তিনি জানান, ঈদের দিনে এমন একটা ঘটনা যে ঘটবে, তা স্বপ্নেও ভাবিনি।”
ছবিতে গরুটির স্পষ্ট চেহারা দেখা যাচ্ছে, যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে উদ্ধার চেষ্টা চালিয়ে যাচ্ছে পরিবারটি।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানান, ঈদের দিনে কোরবানির গরু চুরির মতো ঘটনা অত্যন্ত দুঃখজনক ও মর্মান্তিক। তারা প্রশাসনের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এখনো থানায় কোনো মামলা বা সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে কি না—তা জানা যায়নি।
🔁 দয়া করে সংবাদটি শেয়ার করুন। গরুটির সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করুন:
📞 +8801781762809